খেলা

আইপিএলে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ফের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে চলছে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁকে আবার আইপিএলের মঞ্চে দেখা যাবে। এ বার একেবারে অন্য ভূমিকায়। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে দেখা যাবে সৌরভকে।দিল্লি ক্যাপিটালস সূত্রের খবর, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি বোর্ড বা আইসিসির সঙ্গে যুক্ত থাকছেন না, সেটা জানার পরই তাঁরা সৌরভের সঙ্গে যোগাযোগ শুরু করে।

ফ্র্যাঞ্চাইজির এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সৌরভ আগেও আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ওর সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভাল। আসলে সৌরভ যদি কোনও আইপিএল দলের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পান, তাহলে যে তিনি দিল্লি ক্যাপিটালসেই যোগ দেবেন, সেটা আগে থেকেই নিশ্চিত ছিল।

Related Articles

Back to top button
error: Content is protected !!