Thursday, April 18, 2024
spot_img
Homeরাজ্যএবার সময়ের আগে পরীক্ষা শেষ হলেও প্রশ্নপত্র নিয়ে বেরোতে পারবেন না মাধ্যমিক...

এবার সময়ের আগে পরীক্ষা শেষ হলেও প্রশ্নপত্র নিয়ে বেরোতে পারবেন না মাধ্যমিক পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ।এবার কোনও পরীক্ষার্থী পরীক্ষা নির্দিষ্ট সময় সীমার শেষ হওয়ার আগে পরীক্ষা শেষ করে দিলেও প্রশ্নপত্র নিয়ে সেই পরীক্ষার্থী বাড়ি যেতে পারবেন না। তাকে অপেক্ষা করতে হবে পুরো পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। অর্থাৎ পুরো পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে যেতে পারবেন না।

এবার সময়ের আগে পরীক্ষা শেষ হলেও প্রশ্নপত্র নিয়ে বেরোতে পারবেন না মাধ্যমিক পরীক্ষার্থী

এ ক্ষেত্রে যদি কোন পরীক্ষার্থীর পরীক্ষা আগে শেষ হয়ে যায় এবং সে যদি পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যেতে চায় তাহলে তাঁকে বেরোনোর অনুমতি দেওয়া হবে। বেরোনোর অনুমতি দেওয়া হলেও প্রশ্নপত্র পরে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের থেকে সংগ্রহ করতে হবে ওই পরীক্ষার্থীকে। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।

এবার সময়ের আগে পরীক্ষা শেষ হলেও প্রশ্নপত্র নিয়ে বেরোতে পারবেন না মাধ্যমিক পরীক্ষার্থী

এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন “অনেক সময়ই দেখা যায় প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। আমরা এই অপপ্রচারকে আটকাতে চাইছি। তার জন্যই আমাদের তরফে এই সিদ্ধান্ত।”

Most Popular