খবররাজ্য

‘‌ভূতে রামনাম ভয় পায়, তৃণমূল কি ভূত?‌’‌ জয় শ্রীরাম বিতর্কে তৃণমূলকে খোঁচা দিলীপের

স্টাফ রিপোর্টার: বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার সময় খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়। তাতে তিনি ক্ষুব্ধ হয়ে মঞ্চে না উঠে নীচে বসে থাকেন এবং সেখান থেকেই বক্তব্য রাখেন।আর এই নিয়ে বছরের প্রথম দিন তৃণমূল কংগ্রেসের নতুন ভবনের ভিতপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঈশ্বর দেখে বিজেপি বলে খোঁচা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে পালটা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।দিলীপ ঘোষ বলেন, ‘‌ভূতে রামনাম ভয় পায়। তৃণমূল কী ভূত হয়ে গিয়েছে? কে কার মধ্যে ঈশ্বর দেখে জানি না। আমরা শুরু থেকেই রাম দেখি। ওরা বা কংগ্রেস বিপদে পড়লে রাম দেখে।’‌তিনি বলেন, ‘‌আমরা জানি যার কোনও রাস্তা নেই, সে রামের নাম করে। রামকে ভয় পাওয়ার কী আছে? রামই তো উদ্ধার করেন।

Related Articles

Back to top button
error: Content is protected !!