
সংবাদ সংস্থা : ভুল ছিল না মোদির নোটবন্দির সিদ্ধান্ত, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।২০১৬ সালে কালোবাজারি রুখতে কেন্দ্র আচমকা পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে। চালু করে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট। সেই সময় নোট বন্দির ফলে দেশের সাধারণ মানুষ ব্যাপক সমস্যার মুখে পড়ে।
কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একের পর এক পিটিশন দাখিল করা হয়। আবেদনকারীরা এই সিদ্ধান্ত বাতিল করার জন্য আবেদন জানিয়েছিলেন। মামলাগুলির শুনানি হয়েছিল আগেই। দু’ পক্ষের যুক্তি শুনেছিলেন বিচারপরতিরা। সোমবার এই মামলার রায় শুনিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তাতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রের নেওয়া এই সিদ্ধান্তে কোনও ভুল ছিল না।
সঙ্গে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল কেন্দ্র। উল্লেখ্য, পাঁচ বিচারপতির মধ্যে কেন্দ্রের সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছিলেন ৫ জন, একজন মত দিয়েছিলেন বিপক্ষে।