খবররাজ্য

বগটুইকাণ্ডে জড়িত অনুব্রত! মূল অভিযুক্তের সঙ্গে যোগাযোগও ছিল, দাবি সিবিআইয়ের

স্টাফ রিপোর্টার: বগটুইকাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের যোগ রয়েছে। চার্জশিট পেশ করে আদালতে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, বগটুই অগ্নিকাণ্ডের দিনই অর্থাত্ গত বছরের ২১ মার্চ রাত ৮টা ৫০ মিনিট নাগাদ আনারুলের সঙ্গে ফোনে কথা হয় অনুব্রতের। পরদিন সকালেও আনারুলের সঙ্গে অনুব্রতর কথা হয়।

কেন কথা হয়েছিল, কী কথা হয়েছিল ফোনে, সেটাই এখন ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের৷সিবিআই এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাশে একটি নালিশ করেছে৷বলা হয়েছে, বগটুই কাণ্ডে সিবিআই অনুব্রত যোগ আরও সন্ধান করে দেখতে চাইছে৷ সিবিআইয়র দাবি, বগটুই ঘটে যাওয়া নারকীয় ঘটনার দিন কোথাও কোথাও অনুব্রতর একটা যোগ ছিল৷

Related Articles

Back to top button
error: Content is protected !!