
স্টাফ রিপোর্টার: নতুন বছরে ফের জমিয়ে ইনিংস শুরু শীতের। সোমবার সকাল থেকেই কমল কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলেই মনে করছে হাওয়া অফিস।আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন বজায় থাকবে শীতের আমেজ।
তবে জাঁকিয়ে শীতের পরিস্থিতি নয়। উত্তরবঙ্গ ছাড়া আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়া দুর্বল। যে কারণে শীতকালেও চেনা শীতের দেখা নেই। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হয়েছিল। তার প্রভাবেও শীত বাধা পেয়েছে রাজ্যে।