
স্টাফ রিপোর্টার: ডিসেম্বর মাসে তিনটি তারিখ ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইঙ্গিত দিয়েছিলেন এই তারিখ গুলিতে বড় কিছু ঘটবে। কিন্তু, ১২, ১৪ ও ২১ ডিসেম্বর কোনও বড় ঘটনা ঘটেনি। এই নিয়ে শুভেন্দুকে একাধিকবার তৃণমূলের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সোমবার আরও একবার তৃণমূল সরকারকে উৎখাতের দিনক্ষণ ঘোষণা করলেন শুভেন্দু।
‘বড় ডাকাত’-কে এরমধ্যেই ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন শুভেন্দু।শুভেন্দু বলেন, “তৃণমূলের চোরেদের সাফাই করতে হবে। বড় চোর ডাকাতদের ডিসেম্বরে সাফাই করতে পারিনি। তবে এর মধ্যে করব। আমাদের সংকল্পবদ্ধ হতে হবে। মকর সংক্রান্তির আগে পৌষমাস। মলমাস চলে যাওয়ার পর আমরা শুভ কাজে নামব। বড় ডাকাতদের আমরা তুলব। ছোট ডাকাতদের আপনারা একদম গোড়া থেকে তুলে ফেলবেন।
সব গ্রাম থেকে চোরেদের তাড়াতে হবে। চোরেদের তাড়িয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে, হেমন্ত বিশ্বশর্মা অসমে যেমন দেশবিরোধী, মানুষের উপর অত্যাচারকারী, মহিলা নির্যাতনকারী শক্তিকে সাফ করছেন, আমরাও পশ্চিমবঙ্গকে সাফ করব।”