খেলা
টেস্ট, ওয়ানডে-তে অধিনায়ক রোহিত-ই : রিপোর্ট

সংবাদ সংস্থা : এই মুহূর্তে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে রোহিতের ফর্ম এবং সাম্প্রতিক সময়ে রোহিতের অধিনায়কত্বে ভারতের পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আদৌ রোহিত শর্মাকে রাখা হবে কিনা।সেই বিষয়ে মতামত জানাতে গিয়েই বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন,
আপাতত টেস্ট এবং ওয়ানডে ফর্ম্যাটে রোহিতের অধিনায়কত্ব যাওয়া নিয়ে কোনও আশঙ্কা নেই । বোর্ডের সূত্র অনুযায়ী, অধিনায়ক রোহিতের পারফরম্যান্সে আপাতত খুশি বোর্ড। ফলে পুরনো ফর্ম্যাটে (টেস্ট, ওয়ানডে) তাঁর অধিনায়কত্বে থাকা নিয়ে বোর্ডের সমস্যা নেই। অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় সম্প্রতি বোর্ডের রিভিউ মিটিংয়ে অংশ নেন। মুম্বইতে অনুষ্ঠিত হয় এই মিটিং। সেই মিটিং থেকেই এই বিষয়ে জানা গিয়েছে।