খেলা

ক্রিকেটারদের ড্রাইভ না করাই ভাল, ঋষভকে পরামর্শ কপিলের

সংবাদ সংস্থা : গাড়ি দুর্ঘটনায় মারাত্মক চোট পেয়েছেন ঋষভ পন্থ।দেরাদুনের এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এখন স্থিতিশীল। আপাতত আইসিইউ থেকে ব্যক্তিগত কেবিনে স্থানান্তর করা হয়েছে পন্থকে। যা অবশ্যই খুশির খবর। ৩০ ডিসেম্বর ভোরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। সেদিন থেকে দেরাদুনের হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

দিল্লি থেকে গাড়ি চালিয়ে রুরকি যাচ্ছিলেন পন্থ। ভয়াবহ দুর্ঘটনায় কোনওমতে প্রাণে বেঁচেছেন তিনি। আর তাই কপিলদেব পরামর্শ দিচ্ছেন, ক্রিকেটারদের ড্রাইভ না করাই ভাল। কপিলের কথায়, ‘‌এই ঘটনা ঋষভকে শিক্ষা দিয়ে গেল। যখন ছোট ছিলাম, একবার বাইক দুর্ঘটনায় পড়েছিলাম। তারপর থেকে আর মোটরবাইকে চাপিইনি। তাই বলছি ভাগ্য ভাল যে ঋষভের মারাত্মক কিছু হয়নি।’‌

এরপরই কপিলের সংযোজন, ‘‌দামি গাড়ি। ভাল গতি। আর তাই একজন ড্রাইভার রাখাই শ্রেয়। ক্রিকেটারদের গাড়ি না চালানোই ভাল। এটা ঘটনা, গাড়ি চালানোর নেশা থাকতেই পারে। কিন্তু মাথায় রাখতে হবে দায়িত্ববোধের বিষয়টাও।’‌

Related Articles

Back to top button
error: Content is protected !!