
বিশ্ব সমাচার, কাকদ্বীপ : রবিবার মধ্যরাতে একটি মাছ বোঝাই ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক কিয়স্কে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের চৌরাস্তার মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনায় ম্যাটাডোরের চালক ও খালাসি গুরুতর জখম হয়েছেন।
তাঁদেরকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ম্যাটাডোরটি মাছ নিয়ে নামখানা থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় রাত সাড়ে বারোটা নাগাদ কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে ম্যাটাডোরটি ট্রাফিক কিয়স্কে ধাক্কা মেরে উল্টে যায়।
তবে পুলিশ কাছেই ছিল। তড়িঘড়ি চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে ট্রাফিক কিয়স্কটি পুরোপুরি ভেঙে গিয়েছে। ম্যাটাডোরটি খুব গতিতে আসছিল বলে জানা যায়। যদিও কিভাবে দুর্ঘটনা ঘটলো পুলিশ তার তদন্ত শুরু করেছে।