খবররাজ্য

‘মমতার মধ্যে রামকে দেখতে পায়’, জয় শ্রীরাম বিতর্কে বিজেপিকে খোঁচা অভিষেকের

স্টাফ রিপোর্টার: কেন্দ্র সরকারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিজেপি কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগান ঘিরে উত্তাল হয় রাজ্য রাজনীতি। তীব্র বিতর্কের মুখে বিজেপির অন্দরেও দেখা দেয় দ্বন্দ্ব। এবার এ নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা দিবসে রবিবার তিলজলায় তৃণমূলের নতুন ভবনের ভিতপুজোয় হাজির হয়ে অভিষেক বলেন, এহেন আচরণেই বোঝা যায়, বিজেপি দেউলিয়া। কোনও দল দেউলিয়া হয়ে গেলেই এধরনের আচরণ করে। তাঁর কথায়, “কোনও সরকারি অনুষ্ঠানে দেখেছেন তৃণমূল জিন্দাবাদ বলতে? বন্দেমাতরম, জয় হিন্দ, জয় বাংলা বলুন। কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে এমন আচরণ করা অত্যন্ত লজ্জার

নাহলে হয়তো ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঈশ্বরকে দেখতে পায়। তাই দেখলেই জয় শ্রীরাম বলে।” তিনি আরও জানান, ”পঞ্চায়েত ভোট যখন হওয়ার তখন হবে। পঞ্চায়েত ভোট যখনই হোক, সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত। রাজ্য সরকারের তরফ বা আমি দলীয় তরফে বার বার বলেছি, শান্তিপূর্ণ ও অবাধ, গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে।

মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। সোমবার দলের যে মিটিং আছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিক নির্দেশ দেবেন। সর্বস্তরের প্রতিনিধিরা থাকবেন। আপনারা নজর রাখুন। তৃণমূলের সর্বস্তরের কর্মীরা সেটা পালন করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন।”

Related Articles

Back to top button
error: Content is protected !!