
সংবাদ সংস্থা : নতুন বছরের শুরুতেই দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের। তবে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি।জানা গিয়েছে, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। যে গ্যাস সিলিন্ডার রেস্তোরাঁ, হোটেলের মতো জায়গায় ব্যবহৃত হয়।
১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ টাকা।দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ১,৭৬৯ টাকা। মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়ছে যথাক্রমে ১,৭২১ টাকা, ১,৮৭০ টাকা এবং ১,৯৭১ টাকা।