
স্টাফ রিপোর্টার: বর্ষবরণের রাতে আইন ভেঙে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হল ৫৪০ জন। যা বড়দিনের রাতকেও ছাপিয়ে গেল। বড়দিনে কলকাতার রাস্তায় ট্রাফিক আইন ভাঙায় গ্রেফতার হয়েছিলেন ৩১৪ জন।পুলিশ সূত্রে খবর, ৩১ ডিসেম্বর রাস্তায় ট্রাফিক আইন অমান্য করেছেন মোট ৬৬৪ জন।
তাঁদের মধ্যে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে জরিমানার কোপে পড়েছেন ১৮৭ জন। মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। আর এভাবে আইন ভেঙেছেন ১৭৯ জন। এমনকী ১৪৮ জন মাথায় হেলমেট না পরেই মোটরবাইক চালিয়েছেন। ৯৫ জন মাথায় হেলমেট না পরে মোটরবাইকে সফর করে আইন ভেঙেছেন। আরও নানাভাবে ট্রাফিক আইন ভেঙেছেন ৫৫ জন।