
বিশ্ব সমাচার, বকখালি : বছরের প্রথম দিনে ছুটি কাটাতে বকখালিতে ভিড় জমালেন পর্যটকেরা। বনভোজনেও মাতলেন বহু পর্যটক। রবিবার সকাল থেকেই বছরের প্রথম দিনের ছুটি কাটাতে বকখালি মুখি হয়েছেন স্থানীয় মানুষজন সহ বহু পর্যটক। সকাল থেকেই গাড়ির লম্বা লাইন দেখা গিয়েছে বকখালির পার্কিং মাঠে। বকখালীর মূল প্রবেশদ্বারে বহু ছোট বড় গাড়ি নিয়ে নতুন বছরের প্রথম দিনটিকে উদযাপন করতে পর্যটকরা হাজির হয়।
শুধু পিকনিক মাঠ নয় ,বকখালীর সমুদ্র সৈকত ছিল পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ। বনের ভিতরে ডিজে বাজিয়ে বনভোজনের পাশাপাশি চলল নাচ। সমুদ্র স্নান থেকে চড়ুইভাতি। সব মিলিয়ে ২০২৩ এর ইংরেজি বছরের প্রথম দিন বকখালি ছিল জমজমাট। প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে দফায় দফায় পর্যটক সহ স্থানীয় মানুষজন ভিড় জমিয়েছিলেন বকখালিতে।
সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭০ হাজারেরও বেশি পর্যটক বকখালীতেই বছরের দিনটিকে উদযাপন করতে এসেছিলেন। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত সিভিল ডিফেন্সের কর্মীরা নজরদারি চালায় সমুদ্র তটে। পাশাপাশি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকেও এটিবি মোবাইল ভ্যান নিয়েও নজরদারি চালায়।
ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও বকখালী কেন্দ্রের বিভিন্ন জায়গায় পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে দিনভর নজরদারি চালানো হয়। এদিন দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।সব মিলিয়ে বলা চলে, ২০২৩ এর নতুন বছরকে স্বাগত জানাতে বকখালি পর্যটন কেন্দ্র ছিল পর্যটকদের ভিড়ে ঠাসা।