খবরজেলা

পাথরপ্রতিমায় পিচ রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা : কলকাতা থেকে বোলের বাজার সেতু পেরিয়ে গোবর্ধনপুর পর্যটন কেন্দ্রে পর্যটক এবং সাধারণ মানুষ আগামী দিনে সহজে যাতায়াত করতে পারবেন। ২০২২ বর্ষের শেষ দিনে পাথরপ্রতিমার একটি পিচ রাস্তার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাই বলেন, সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মৃদঙ্গ ভাঙ্গা নদীর উপর নির্মিত বোলের বাজার সেতু থেকে লক্ষ্মী জনার্দনপুর সাউ মোড় পর্যন্ত আড়াই কিমি পিচ রাস্তার কাজ অসম্পূর্ণ ছিল। সেই কাজের আজ শুভ উদ্বোধন করা হল। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হতে চলেছে।

এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে মহেশপুর জয়গুরুপল্লী হয়ে অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের বিরাট বাজার পর্যন্ত যাত্রী এবং পণ্য পরিবহনের সুবিধা হবে। এছাড়া বিরাট বাজার ও বনশ্যাম নগরের মাঝে পাখি নালা নদীর উপর পল্টন জেটি বা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। আর এই কাজ সম্পূর্ণ হলে আগামী দিনে বনশ্যামনগরের কালি বাঙালে যাতায়াতের সুবিধা হবে।

বনশ্যাম নগর ও জি প্লটের চাঁদমারির মাঝে চালতা বুনিয়া নদীর মাঝেও পল্টন জেটি বা বাহ্যের সাহায্যে বাস পারাপারের পরিকল্পনা রয়েছে। ফলে সরাসরি বাস গোবর্ধনপুর পর্যটন কেন্দ্রে সহজে যাতায়াত করতে পারবে। যার ফলে আগামী দিনে মানুষের দীর্ঘদিনের আশা পূরণ করা যাবে বলে বিধায়ক জানান।

Related Articles

Back to top button
error: Content is protected !!