
অমিত মন্ডল ও রবীন্দ্রনাথ মন্ডল, সাগর :
খাল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে, গঙ্গাসাগর কোস্টাল থানার লালপুলে রামকৃষ্ণ সেতুর খালে। রবিবার সকালে রামকৃষ্ণ সেতুর খালে যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
তার ওপর পড়ে রয়েছে একটি মোটরসাইকেল। স্থানীয় বাসিন্দারা এই ঘটনা দেখার পরেই খবর দেন গঙ্গাসাগর কোস্টাল থানায়। ঘটনাস্থলে কোস্টাল থানার পুলিশ এসে যুবককে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তবে পুলিশ তদন্ত নেমে জানতে পারে মৃত যুবকের নাম বিপ্লব বিকাশ মণ্ডল। বাড়ি সাগরের নরেন্দ্রপুরে। যদিও কিভাবে ওই যুবকের মৃত্যু হল পুলিশ তার তদন্ত শুরু করেছে।