কলকাতাখবর

কাল থেকে পথ চলা শুরু জোকা-তারাতলা মেট্রোর

স্টাফ রিপোর্টার: উদ্বোধন হয়ে গিয়েছে শুক্রবার। তবে কাল থেকে বাণিজ্যিকভাবে পথ চলা শুরু হবে জোকা-তারাতলা মেট্রোর।মেট্রো চলবে সোম থেকে শুক্রবার পর্যন্ত। আপাতত শনি-রবিতে জোকা-তারাতলা লাইনে মেট্রো পরিষেবা থাকছে না।সারাদিনে একটি মেট্রোই আপ-ডাউন যাতায়াত করবে।

অর্থাৎ, যেটি আপ লাইনে যাবে, সেটিই ডাউনে ফিরে আসবে এবং তারপর আবার আপ লাইনে যাবে।আপাতত দিনে ১২ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ছয়টি যাবে আপ লাইনে এবং ছয়টি ডাউন লাইনে। প্রতি এক ঘণ্টা অন্তর মিলবে পরিষেবা।জোকা থেকে মেট্রো পাওয়া যাবে – সকাল ১০টা,

বেলা ১১ টায়, দুপুর ১২ টায়, দুপুর ৩টেয়, বিকেল ৪টেয় এবং বিকেল ৫টায়।তারাতলা থেকে মেট্রো পাওয়া যাবে – সকাল সাড়ে ১০টায়, বেলা সাড়ে ১১টায়, দুপুর সাড়ে ১২টায়, দুপুর সাড়ে ৩টেয়, বিকেল সাড়ে ৪টেয় এবং বিকেল সাড়ে ৫টায়।

Related Articles

Back to top button
error: Content is protected !!