
স্টাফ রিপোর্টার: সিকিমের পেলিং স্কাইওয়াক এলাকায় কাজ করতে গিয়ে মৃত্যু হল বাংলার ৫ শ্রমিকের। আহত হয়েছেন অন্তত ৩ জন।স্থানীয় সূত্রে খবর, বাংলার মোট ১১ জন শ্রমিক কাজ করতে গিয়েছিলেন। তাঁরা ধসের কবলে পড়েন। মৃত্যু হয় জলপাইগুড়ির ৫ জন শ্রমিকের।
মৃতদের মধ্যে ২ জন এবং আহত ৩ জনের বাড়ি জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের ঝাকুয়াপাড়া এবং ধামিপাড়া গ্রামে।মৃতদের দেহ শনিবারই জলপাইগুড়িতে পৌঁছেছে। অন্য দিকে, আহতরা শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর।