রেফার রোগ বন্ধে আরও কড়া স্বাস্থ্যভবন, জারি নির্দেশিকা
স্টাফ রিপোর্টার: বেশ কয়েকদিন আগে বৈঠক করে রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল কর্তৃপক্ষকে রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই সমস্যা সমাধানে আরও কড়া স্বাস্থ্যভবন। জেলার সরকারি হাসপাতালগুলির ‘রেফার রোগ’ সারাতে ফের পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর।
রাজ্যের প্রত্যেকটি জেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। কোন কোন রোগীদের রেফার করা যাবে, আর কোন ক্ষেত্রে করা যাবে না তা ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।নির্দেশিকায় মোট ৩৬২টি ক্যাটেগরি নির্দিষ্ট করা হয়েছে। কালিম্পং থেকে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যেকটি জেলা হাসপাতালে ওই চিকিৎসাগুলি করতেই হবে।
চিকিৎসা পরিকাঠামো থাকতেই পারে আবার না-ও পারে। তবে পরিকাঠামো থাকলে কোনওভাবেই ফেরানো যাবে না। যদি একান্তই চিকিৎসা পরিষেবা না থাকে তবেই অন্য কোনও হাসপাতালে রেফার করা যাবে।রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা: সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, ‘বিশেষ ক্ষেত্রে পরিকাঠামো না থাকলে রেফার করা যেতেই পারে।
কিন্তু পরিকাঠামো আছে কিন্তু তারপরও রেফার করাটা কিন্তু মেনে নেওয়া যায় না। সেজন্যই কোন কোন ক্ষেত্রে রেফার আর কোন কোন ক্ষেত্রে নয়, সেই বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে।’