খবরদেশ

ভারতমাতার রক্ষার দায়িত্বে উপত্যকায় এবার নারীশক্তি, পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে যাবেন অভিযানে

সংবাদ সংস্থা : জম্মু ও কাশ্মীরের আধা সেনা বিভাগের জঙ্গিদমন শাখায় এবার প্রমীলা বাহিনীর নিযুক্তির কথা ভাবা হচ্ছে।মূলত গুলির লড়াই চলাকালীন তল্লাশির কাজেই নিযুক্ত হবেন ওই বাহিনীর সদস্যরা।শ্রীনগর সেক্টরের ইনস্পেক্টর জেনারেল চারু সিনহা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী যখন ঘেরাও তল্লাশি চালায় তখন সেখানে উপস্থিত মহিলারা অস্বস্তিতে পড়েন।

এই সমস্যার সুরাহা খুঁজতেই এমন পরিকল্পনা।এই বিষয়ে বলতে গিয়ে চারু সিনহা জানাচ্ছেন, ”আগে হয়তো এই বিষয়ে ভাবনাচিন্তা করা হয়নি। কিন্তু এখন সন্ত্রাসদমন অভিযান নিয়মিত হচ্ছে। বিভিন্ন বাড়িতে আমাদের ঢুকতে হচ্ছে। সেখানে কাশ্মীরি মহিলারাও থাকে. আমি বুঝতে পারি, সেখানে পুরুষ কর্মীদের পাঠানো যাবে না। এই বিষয়টি বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে আসতে চাইছি।”

Related Articles

Back to top button
error: Content is protected !!