খবরজেলা

চারচাকা গাড়ি দরজা লেগে মৃত্যু ১

প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : ৪ চাকা গাড়ির দরজা লেগে এক ব্যক্তির মৃত্যু হল। মৃত ব্যক্তির নাম তপন কুমার সর্দার। বাড়ি বারুইপুর থানার অন্তর্গত গোচরণ এলাকায়। তপনবাবু পেশায় একজন ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, তপন বাবু শনিবার সকালে সূর্যপুর বাজারে গিয়েছিলেন বাজার করতে।

বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তার পাশে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল । হঠাৎ ট্যাক্সির চালক ট্যাক্সির দরজা খুললে অসাবধানবশত তপনবাবুর মাথায় লাগে। তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাঁকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে যান। হাসপাতালে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন তাঁর মাথার।

কিন্তু অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় এক ঘন্টা পর তপনবাবুর মৃত্যু হয়। এই খবর তপন বাবুর পড়ায় গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল থেকে বারুইপুর থানায় খবর দেওয়া হয়। বারুইপুর থানার পুলিশ তপনবাবুর দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানা পুলিশ।

Related Articles

Back to top button
error: Content is protected !!