স্টাফ রিপোর্টার: আবাস যোজনার ঘর পেতে গেলে করতে হবে তৃণমূল। এমনই মন্তব্য করলেন তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ। জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় এক দলীয় কর্মিসভায় তৃণমূলের ওই জেলা নেত্রী বলেন, “পাহাড়পুরের এই বুথের বাসিন্দা হয়ে যদি সরকারি সুবিধা পেতে হয়, সব সরকারি সুবিধার পাশে যদি ঘরটাও পেতে হয়। ঘরটা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস দলটাই করতে হবে।
কোনও বিজেপি এসে আপনাদের ঘর দিতে পারবে না।”মহুয়া গোপ আরও বলেন, “রাজ্য থেকে আপনার পঞ্চায়েত সবেতেই ক্ষমতায় তৃণমূল। আবাস যোজনা নিয়ে বিজেপি গ্রামের মানুষকে ভুল বোঝাচ্ছে। তারা গ্রামে গ্রামে ফর্ম বিলি করছে। বলছে আপনারা আমাদের সমর্থন করুন,আমরা আপনাদের ঘরের ব্যবস্থা করে দেব। কিছু মানুষ ভুল বুঝে বিজেপি নেতাদের পিছন পিছন ছুটছেন। কিন্তু বিজেপি আপনাদের ঘর দিতে পারবে না।”
জেলা সভাপতির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে।এই প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, “তৃণমূল সরকারের নিজস্ব কোনও প্রকল্প নেই। সব কেন্দ্রীয় প্রকল্পকে নিজেদের নামে চালাচ্ছে। টাকা দেবেন মোদী, আর লুঠ করবে তৃণমূল নেতারা, এটা আর বেশিদিন চলবে না।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “জলপাইগুড়িতে তৃণমূল না করলে ঘর পাওয়া যাবে না।
তৃণমূল করাটা পূর্ব শর্ত। তৃণমূল করলে চারতলা বাড়ির লোকও ঘর পাবে, তৃণমূল না করলে পথের পাশের গরিব মানুষও ঘর পাবে না। গত দশ বছর ধরে যা চলছে, তা প্রত্যেকদিন স্পষ্ট প্রমাণিত হচ্ছে।” যদিও তৃণমূল এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না বলে জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুনাল ঘোষ।