খবরজেলা

গঙ্গাসাগর মেলার ভিড় সামলাতে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের নিয়ে চললো মকড্রিল

অমিত মন্ডল ও রবীন্দ্রনাথ মন্ডল, নামখানা : ২০২৩ এর গঙ্গাসাগর মেলায় ভিড় সামলাতে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রশিক্ষিত কর্মীদের নিয়ে চললো মকড্রিল। এবারের ২০২৩ এর গঙ্গাসাগরমেলায় ক্রাউড ম্যানেজমেন্টের অঙ্গ হিসেবে কাজ করবে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রশিক্ষিত কর্মীরা। যাদের নাম দেওয়া হয়েছে “আপদমিত্র”।

গঙ্গাসাগর মেলায় আসা পূর্ণার্থীরা যদি কোন বিপদে পড়েন, তাদের কিভাবে উদ্ধার করবে এই আপদ মিত্র টিম, তা নিয়ে শনিবার সাগরতটে চলে মকড্রিল। সাগরতট ছাড়াও কচুবেড়িয়া, কাকদ্বীপের লট নম্বর ৮, নামখানা ও চেমাগুড়ি পয়েন্টে মোতায়েন থাকবেন এই কর্মীরা। এবারের মেলায় এই টিমের ওপর বিশেষ দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন।

এ বিষয়ে সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, যে কোনরকম দূর্ঘটনা এড়াতে এই টিমের সদস্যরা কাজ করবে। এই টিমে শুধু পুরুষ কর্মীরা নয়, মহিলা কর্মীরাও রয়েছেন। কোন পুণ্যার্থী স্নান করতে নেমে যদি কোন বিপদের মুখে পড়েন, তাদের আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধার করবে এই টিম।

সব মিলিয়ে বলা চলে ২০২৩ এর গঙ্গাসাগর মেলায় বিশেষ নিরাপত্তার উপর জোর দিচ্ছে জেলা প্রশাসন। তাই আগেভাগে থেকেই মগ ড্রিলের মাধ্যমে পুরো প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!