কাউকোর পরিবর্তে ফেডরিকো গ্যালেগোকে সই করাল এটিকে মোহনবাগান

সংবাদ সংস্থা : জনি কাউকোর পরিবর্ত খুঁজে ফেলল সবুজ মেরুন। অনেক দিন ধরেই কাউকোর পরিবর্ত খুঁজছিলেন বাগান কর্তারা। বেশ কয়েক জন ফুটবলার তাদের নজরেও এসেছিল। অবশেষে ট্রান্সফার উইন্ডো খুলতেই নতুন বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিল এটিকে মোহনবাগানের কর্তারা। উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার ফেডরিকো গ্যালেগোকে নিজেদের পরিবারে নিল গঙ্গা পাড়ের এই ক্লাব।
আপাতত ৬ মাসের জন্য বাগান জার্সিতে দেখা যাবে তাঁকে। এর আগেও ভারতে খেলে গিয়েছেন ফেডরিকো। নর্থ ইস্টের হয়ে খেলেছিলেন তিনি। ফলে ভারতীয় ফুটবলকে নতুন ভাবে বোঝাতে হবে না তাঁকে।২০১৮ সালে আইএসএলে খেলতে এসেছিলেন ফেডরিকো। বস্টন রিভার থেকে লোনে এসেছিলেন তিনি। পরের মরশুমেই তাঁকে সই করানো হয়। গত মরশুমে সেই ভাবে খেলতে পারেননি তিনি।
হাঁটুর চোটের জন্য মাঝ মরশুমেই ছিটকে যেতে হয়েছিল উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডারকে। আইএসএলে নর্থ ইস্টের হয়ে ৪৭টি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ৯টি গোল।উরুগুয়ের এই ফুটবলারকে সামনে রেখেই কাউকোর অভাব মেটাতে চান ফেরান্দো।