খেলা
আল নাসেরে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সংবাদ সংস্থা : সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলেন রোনাল্ডো। জানা গিয়েছে, প্রায় ২০০ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছেন সৌদীর এই ক্লাবে। ২০২৫ সাল পর্যন্ত রোনাল্ডোর সঙ্গে চুক্তি হয়েছে আল নাসেরের। প্রাক্তন রিয়েল মাদ্রিদ তারকা জানিয়েছেন, ” নতুন একটি দেশে নতুন একটি ফুটবল লিগে খেলার জন্য মুখিয়ে আছি।” আল নাসের ক্লাবের সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করে খবরটি জানানো হয়।
সেখানে দেখা যায়, আল নাসেরের নীল হলুদ জার্সি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন ক্রিশ্চিয়ানো। ৯ বার সৌদি আরব লিগ জিতেছে আল নাসের।রোনাল্ডোর যোগ দেওয়ার পর ক্লাব কর্তৃপক্ষের তরফে টুইট করে জানানো হয় ” সৌদি আরবের লিগে ইতিহাস সৃষ্টি হল। শুধু আল নাসেরের ইতিহাস নয় সমগ্র সৌদি আরবের ফুটবল লিগ অনেক কিছু শিখতে পারবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে।”