
সংবাদ সংস্থা: মারণরোগ ক্যান্সারের সঙ্গে চোয়ালচাপা লড়াইয়ের পরে শেষমেশ হার মানেন ফুটবল সম্রাট পেলে। বৃহস্পতিবার রাতে ইহলোকের মায়া ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার।তিনবারের বিশ্বকাপজয়ীর মেয়ে সোশ্যাল মিডিয়ায় পিতার মৃত্যুর খবর জানান।
স্বাভাবিকভাবেই শুধু ব্রাজিলের ফুটবলমহলেই নয়, বরং শোকের ছায়া সারা ফুটবল বিশ্বে। সাধারণ ফুটবলপ্রমীরা তো বটেই, বিশ্বের ছোট-বড় প্রায় সব ফুটবল ক্লাব থেকে জাতীয় ফুটল সংস্থা, উঠতি খেলোয়াড় থেকে মহাতারকা ফুটবলার, পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রত্যেকেই।
কাতার বিশ্বকাপের সেরা ফুটবলার লিওলেন মেসি ইনস্টাগ্রামে পেলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন পেলে।’পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনস্টাগ্রামে দীর্ঘ শোকবার্তা শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। তিনিও পেলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
সঙ্গে লেখেন, ‘ব্রাজিলের সমস্ত মানুষ ও পেলের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। অবিসংবাদিত রাজা পেলেকে বিদায় জানাতে গিয়ে ফুটবল বিশ্ব যে মর্মবেদনার মধ্যে রয়েছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, বিগত দিন, বর্তমান ও চিরকালের আদর্শ।
কখনও বিস্মৃত হবেন না, আমাদের মতো ফুটবলপ্রেমীদের মনে চিরকাল বেঁচে থাকবেন উনি। চিরশান্তিতে বিশ্রাম নিন পেলে।’কাতার বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপে টুইট করেন, ‘ফুটবলের সম্রাট আমাদের ছেড়ে গেছেন, তবে তাঁর মাহাত্ম চিরকাল অমলিন থাকবে।’