
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র দামোদর দাস মোদির মা শুক্রবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। সারা দেশের রাজনৈতিক নেতা সহ বিশিষ্ট ব্যক্তিরা শোক জ্ঞাপন করেছেন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিভাস সরদারও মর্মাহত ভারতের প্রধানমন্ত্রীর মায়রে মৃত্যুতে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক দল করেন। সেই দল আমার বিরোধী হলেও তাঁর মায়ের মৃত্যুতে আমি শোকার্ত। বিভাসবাবু তাঁর আত্মার শান্তি কামনা করেন।