
বান্টি মুখার্জি, ক্যানিং: অসংখ্য মৌমাছির আক্রমণে গুরুতর জখম হলেন বছর সত্তরের এক বৃদ্ধা। অশ্রুবালা রাউত নামে ওই বৃদ্ধা বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে গোসাবা থানার অন্তর্গত পাঠানখালি গ্রামে।
জানা গিয়েছে, বাসুদেব রাউতের বাড়িতে একটি বিশাল মৌচাক তৈরি হয়েছিল। শুক্রবার সেই চাক ভাঙার তোড়জোড় শুরু হয়েছিল।অভিযোগ, মৌচাক ভাঙার সময় মৌমাছিরা আক্রমণ করতে পারে, সে সম্পর্কে প্রতিবেশী কাউকে সতর্ক করেননি বাসুদেব। এদিন সকালে বাড়ির বারান্দায় বসে রোদ পোহাচ্ছিলেন ওই বৃদ্ধা। সেই সময় প্রতিবেশীর বাড়িতে মৌচাক ভাঙার কাজ চলছিল।
মৌচাকে আঘাত পেয়ে কয়েক হাজার মৌমাছি উড়ে যায়। সেখান থেকে মৌমাছির দল অশ্রুবালাদেবীকে ঘিরে ধরে আক্রমণ চালায়। ঘটনা দেখে বাড়িতে থাকা দুই শিশুও ভয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। মৌমাছির কামড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন বৃদ্ধা।
পরিবারের লোকজন খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে আসেন। মৌমাছির হাত থেকে বৃদ্ধাকে কোনও রকমে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান।বৃদ্ধার মেয়ে শ্রুভ্রা পাত্র জানিয়েছেন, মায়ের শারীরিক অবস্থা যদি খরাপ হয়, তাহলে তিনি থানার দ্বারস্থ হবেন।