
স্টাফ রিপোর্টার: সদ্য মাতৃহারা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মায়ের শেষকৃত্য সেরেই যোগ দিয়েছিলেন বাংলার পূর্ব নির্ধারিত বন্দে ভারত উদ্বোধন অনুষ্ঠান কর্মসূচিতে। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি ভার্চুয়ালি হাজির থাকা প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনি ঐকান্তিক ভাবে রাজ্যে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চেয়েছিলেন।
আপনার আজ রাজ্যে আসার কথা ছিল। আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু আপনি মায়ের মৃত্যুতে আসতে পারেননি।’ প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েই অনুরোধ করেন বিশ্রাম করার। বলেন, ‘আপনি সবেমাত্র শেষকৃত্য সম্পন্ন করে ফিরেছেন। আপনি কর্মসূচি ছোট করুন। বিশ্রাম নিন।’