খবররাজ্য

অস্ত্রোপচার সফল না হলে স্বাস্থ্যসাথীর পুরো টাকা দাবি করতে পারবে না হাসপাতাল

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রোগীদের নানা সময়ে হেনস্তা করে থাকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল। এবার পাল্টা নতুন গাইডলাইন নিয়ে এসে হাসপাতালগুলিকে চাপে ফেলে দিল স্বাস্থ্য ভবন। এবার থেকে রোগীর অস্ত্রোপচার সফল না হলে সংশ্লিষ্ট হাসপাতাল স্বাস্থ্যসাথী প্যাকেজের পুরো টাকা দাবি করতে পারবে না। চিকিৎসা খরচের ৫০ শতাংশ পর্যন্ত চাইতে পারবে।

এই নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার।এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোগীর চিকিৎসা সম্পূর্ণ না হলে পাঁচ লক্ষ টাকা থেকে সংশ্লিষ্ট প্যাকেজের টাকা পুরো পাওয়া যাবে না। বরং সরকারের নির্ধারিত টাকাই পাওয়া যাবে। কোনও রোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা করেও অস্ত্রোপচার হল না। তাহলে প্যাকেজের সর্বোচ্চ ৩৫ শতাংশ দাবি করা যাবে। রেফারের করলে যতদিন হাসপাতালে ছিল ততদিনের টাকা মিলবে।

কোনও পরীক্ষা করার পরে রোগীকে অন্যত্র রেফার করা হলে বা রোগীর মৃত্যু হলে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত টাকা দাবি করা যাবে। রেফার কেসের ক্ষেত্রে বাকি ৫০ থেকে ৭৫ শতাংশ টাকা দাবি করতে পারবে দ্বিতীয় হাসপাতাল। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, হাসপাতালে ভর্তির পরে চিকিৎসা চলাকালীন রোগীর মৃত্যু ঘটছে। আবার কখনও সফল হচ্ছে না অস্ত্রোপচার।

কিন্তু বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম রোগীর চিকিৎসার প্যাকেজে থাকা পুরো টাকা দাবি করছে। আর সেটা পেয়েও যাচ্ছে। ফলে রোগীর স্বাস্থ্যসাথী প্রকল্পের পাঁচ লক্ষ টাকা থেকে সেই খরচ কেটে নেওয়া হচ্ছে। অথচ চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ হচ্ছে না। তাই নতুন নিয়ম জারি করা হয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!