
স্টাফ রিপোর্টার: উৎসশ্রী পোর্টালের মাধ্যমে রাজ্যের স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিল স্কুলশিক্ষা দফতর। গত ২৯ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া বন্ধ থাকবে।
বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বরের পরেও বদলি প্রক্রিয়া স্থগিত রাখা হবে। আপাতত নতুন করে আর কেউ এই পোর্টালে বদলির জন্য আবেদন করতে পারবেন না।