কলকাতাখবরবিনোদন

‘ল্যাঠা’ চুকে গেল, কলকাতায় আসছেন অরিজিৎ, গাইবেন গান

স্টাফ রিপোর্টার: পূর্ব নির্ধারিত দিনেই অরিজিৎ সিংহের কলকাতার অনুষ্ঠান হচ্ছে।তবে ইকো পার্কে নয়, অন্য কোথাও।এমনটাই জানিয়েছে ওই অনুষ্ঠানের আয়োজক সংস্থা।অরিজিৎ সিংহের ভক্তদের একটি টুইটার হ্যান্ডলে ‘পেটিএম ইনসাইডার’-এর যে বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে, তাতে বলা হয়েছে, স্থান এখনই চূড়ান্ত নয়।

সেটা ঠিক হলে সঙ্গে সঙ্গেই টিকিট ক্রেতাদের জানিয়ে দেওয়া হবে।১৮ ফেব্রুয়ারি অরিজিৎ সিংহের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ইকো পার্কে। কিন্তু ইকো পার্কে তা অনুমতি মেলেনি।এটা নিয়ে বিতর্কও অনেক হয়েছে।

এবার সব বিতর্কের জল ঢাললেন ওই অনুষ্ঠানের আয়োজক সংস্থা।ইকো পার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকা বা নিক্কো পার্কে অনুষ্ঠান করার প্রস্তাব দেওয়া হলেও দর্শক ধরবে কি না তা নিয়ে চিন্তায় আয়োজক সংস্থা।

Related Articles

Back to top button
error: Content is protected !!