
স্টাফ রিপোর্টার: কাল বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন একই মঞ্চে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তার মধ্যে বৃহস্পতিবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বছর ঘুরলেই দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। সেখানে গেরুয়া শিবিরের লাফালাফি নিয়ে তাঁরা বিশেষ ভাবিত নন বলেই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের এই দাপুটে নেতা। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা নরেন্দ্র মোদী।
এই প্রসঙ্গ টেনে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘মোদীজি পর্যন্ত মমতাকে সমীহ করেন। কারণ, উনিও জানেন মমতার শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের মা। তাই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টলানো মুশকিল। এটা মোদীও জানেন।’