
বিশ্ব সমাচার,ক্যানিং: এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুজন যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বাসন্তী হাইওয়ের পালবাড়ি সংলগ্ন এলাকায়। আহতদের নাম মোফিবুর ও ইনজামাম গাজি। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। আশাঙ্কাজনক অবস্থায় তাঁরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেডিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার দুই যুবক মোফিবুর ও ইনজামাম একটি বাইকে করে বাসন্তীর দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি সাইকেল সামনে এসে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালককে ধাক্কা দেয় বাইকটি।
ঘটনাস্থলেই সাইকেল চালক সহ দুই বাইক আরোহী জখম হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। দুই যুবকের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।