খেলা

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের দৌড়ে বাবর-জাম্পা-রাজা-হোপ

সংবাদ সংস্থা : বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের দৌড়ে মনোনীত চারজনের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।এছাড়াও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার দৌড়ে রাজার সঙ্গে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের বাবর আজম, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। ২০২১ সালে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছিলেন বাবর আজম।

এবারও বর্ষসেরা হওয়ার সুযোগ রয়েছে তার সামনে। ২০২২ সালে ব্যাট হাতে ৯ ম্যাচে ৬৭৯ রান করেছেন বাবর আজম। অন্যদিকে ২১ ম্যাচে ৭০৯ রান নিয়ে বর্ষসেরা হওয়ার দৌড়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার সাই হোপ। আর জিম্বাবুয়ের হয়ে ব্যাট হাতে ১৫ ম্যাচে ৬৪৫ রান ও বল হাতে আট উইকেট নিয়ে টি-২০ এর পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন রাজা।

অন্যদিকে ১২ ম্যাচে নিয়েছেন ৩০ উইকেট নিয়ে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।বর্ষসেরা পুরুষ টি-২০ ক্রিকেটারের দৌড়ে মনোনীত চারজনের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার পাশাপাশি এই তালিকায় স্থান পেয়েছেন ভারতের সূর্যকুমার যাদব, ইংল্যান্ডের স্যাম কারান ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

Related Articles

Back to top button
error: Content is protected !!