
রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: বৃহস্পতিবার কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রা শুরু হয় পাথরপ্রতিমা থেকে। সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত এই পদযাত্রা শেষ হয় কাকদ্বীপে। এদিন প্রায় ৭০০ জন কংগ্রেস কর্মী-সমর্থক এই পদযাত্রায় শামিল হয়েছিলেন।
পদযাত্রায় পা মিলিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি, কংগ্রেস নেতা নেপাল মাহাতো প্রমুখ। এ বিষয়ে পাথরপ্রতিমা ব্লক কংগ্রেসের সভাপতি শুভ্রাংশুশেখর নায়েক জানান, ভারত জোড়ো যাত্রার মূল উদ্দেশ্য অধীররঞ্জন চৌধুরির নেতৃত্বে বাংলার মানুষকে জাগ্রত অনুভব করা।
ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে হিংসা ও ঘৃণা, বিদ্বেষের যে রাজনীতি বিজেপি করছে, তা সাধারণ মানুষ অনুভব করেছেন। তাই মানুষ এই ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করছেন। অন্যদিকে, রাজ্যের শাসকদলের সন্ত্রাস, বেকারত্ব, নতুন শিল্প তৈরি না হওয়ার প্রতিবাদেও সাধারণ মানুষ সাড়া দিয়েছেন বলে শুভ্রাংশবাবু জানান।