
বিশ্ব সমাচার, নামখানা: দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের রাজনগর শাসমল বাঁধ যুবগোষ্ঠী ও পাঠাগার উদ্যোগে কাকদ্বীপ ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় ১০০ জন রক্ত দান করেন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
যুবগোষ্ঠীর কোষাধ্যক্ষ সমীরণ জানা বলেন, আমাদের এই গ্রামবাংলার মানুষদের রক্তের জন্য কলকাতা যেতে হয়। তাতে যথেষ্ট সময়ও ব্যয় হয়। তাই আমরা কাকদ্বীপ ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির করলাম, যাতে এখানকার মানুষ সরকারি হাসপাতালে গেলে খুব সহজে রক্ত পায় সম্পূর্ণ বিনামূল্যে।