খবরজেলা

কুলপিতে সুবর্ণ জয়ন্তী উৎসবে স্কুলকে আর্থিক অনুদান মন্ত্রীর

সানওয়ার হোসেন, কুলপি: বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের উদয়রামপুর জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী সমাপ্তি উৎসব উদযাপিত হয়। বুধবার এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার।উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

এ ছাড়াও ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লা, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য ওহিদুজ্জামান বৈদ্য, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ এন কে রায়, সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির সভাপতি জামাল আহমেদ খান, সম্পাদক ও প্রধান শিক্ষক অরূপকুমার ভদ্র, পরিচালন কমিটির সভাপতি গোলাম মহিউদ্দিন গাজি প্রমুখ।

এই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরির জন্য এক লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মন্ত্রী।
উদয়রামপুর জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী সমাপ্তি উৎসব উদযাপন উপলক্ষে সুবর্ণ জয়ন্তী স্মারক পত্রিকা ‘চালচিত্র’ ও দেওয়াল পত্রিকার আবরণ উন্মোচন করা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের প্রাঙ্গণে ন’টি মনীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়েছে।

পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ছাত্র-ছাত্রীদের দ্বারা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, নৃত্য উপস্থাপিত হয়। নানারকম শিক্ষামূলক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের দ্বারা আয়োজিত সংগীত পরিবেশিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপকুমার ভদ্র বলেন, ১৯৭০ সালের ২ জানুয়ারি কতিপয় শিক্ষানুরাগীর দ্বারা উদয়রামপুর জনকল্যাণ বিদ্যানিকেতন স্থাপিত হয়েছিল।

২০০৫ সালে মাধ্যমিক হয় এবং ২০১৫ সালে উচ্চমাধ্যমিক।তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসাবে গড়ে তোলা মূল উদ্দেশ্য।এদিন অনুষ্ঠান শেষে বিশিষ্টজনেরা বিদ্যালয়ের পরিকাঠামো, জিওগ্রাফি ও বিজ্ঞান বিভাগ পরিদর্শন করেন।

Related Articles

Back to top button
error: Content is protected !!