খেলা
করাচিতে ডবল সেঞ্চুরি উইলিয়ামসনের

সংবাদ সংস্থা : করাচি টেস্টে হইচই ফেলে দিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন টেস্ট-অধিনায়ক কেন উইলিয়ামসন । দীর্ঘ সময় ধরে ফর্ম হাতড়াচ্ছিলেন কেন। সেভাবে রানের দেখা পাচ্ছিলেন না কিছুতেই। ক্যাপ্টেন্সি ছাড়তেই যেন ম্যাজিকের মতো হল কাজ।
প্রথমে শতরান ও পরে সেই শতরানকে দ্বিশতরান পর্যন্ত টেনে নিয়ে গেলেন তারকা কিউয়ি ব্যাটার। পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে প্রথম টেস্টে ফর্ম খুঁজে পেলেন।অপরাজিত ২০০ রান করে একইসঙ্গে ছাপিয়ে গেলেন ব্রেন্ডন ম্যাকালামকে।নিউজিল্যান্ডের হয়ে এখন সবচেয়ে বেশি দ্বিশতরান কেন উইলিয়ামসনের ঝুলিতে।
৩৯৫ বল খরচ করে তাঁর ডাবল সেঞ্চুরির ইনিংসে ২১টি চার ও একটি ছয় রয়েছে। ৩২ বছরের উইলিয়ামসনের ঝুলিতে এখন পাঁচটি ডবল সেঞ্চুরি। অনুরাগীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন। নিউজিল্যান্ড দলও উইলিয়ামসনের ফর্মে ফেরায় খুশি।