
সংবাদ সংস্থা : কন্ডোমের বিজ্ঞাপনে যুগলের গরবা নাচ। আর সেনিয়েই আপত্তি উঠেছিল। তার জল গড়ায় আদালত পর্যন্ত। তবে এবার এনিয়ে এবার মধ্য়প্রদেশ আদালত জানিয়েছে, কন্ডোমের বিজ্ঞাপনে গরবা নাচ অশ্লীল নয়। এদিকে সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন পোস্ট করেছিলেন এক ফার্মাসিস্ট। এনিয়ে এফআইআরও হয়েছিল। তবে সেই এফআইআরও বাতিল করে দিয়েছে আদালত।
সিঙ্গল বেঞ্চের বিচারপতি সত্যেন্দ্র কুমার সিং সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। কোর্টের নির্দেশে বলা হয়েছে, দেখা যাচ্ছে আবেদনকারী ইন্দোরের একজন ফার্মাসিস্ট। পোস্ট ছাড়া তাঁর বিরুদ্ধে অন্য় কোনও অভিযোগ নেই। তিনি ধর্মে হিন্দু। তিনি তাঁর পরিচয় লুকিয়ে রাখেননি। তিনি তাঁর মোবাইল থেকেই পোস্ট করেছিলেন। এর থেকে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে তিনি কোম্পানির প্রোডাক্টটি প্রমোট করতে চেয়েছিলেন।
তিনি কোনও সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিতে চাননি। এর সঙ্গে আদালত মানতে চায়নি যে বিজ্ঞাপনটি অশ্লীল বলে।আদালতের তরফে মতামত দেওয়া হয়েছে যে, ওই পোস্টের সব দিক বিবেচনা করে দেখা গিয়েছে ওই বিজ্ঞাপনের মধ্যে অশ্লীল কিছু পাওয়া যায়নি। তথ্যপ্রযুক্তি আইনও এক্ষেত্রে লাগু হয় না।