
স্টাফ রিপোর্টার: শতাব্দী এক্সপ্রেস নিয়ে বড়সড় ঘোষণা পূর্ব রেলের।দীর্ঘদিনের দাবি ছিল শতাব্দী এক্সপ্রেসকে বর্ধমানেও স্টপেজ দিতে হবে। এবার মিটতে চলেছে সেই দাবি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে রবিবার ছাড়া সপ্তাহের বাকি প্রত্যেক দিন বর্ধমানেও স্টপেজ দেবে শতাব্দী এক্সপ্রেস।
সুতরাং এবার থেকে শতাব্দী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ফেরার পথে কিষাণগঞ্জ, বারসোই, মালদহ টাউন, নিউ ফরাক্কা, বোলপুর, বর্ধমান হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী শতাব্দী এক্সপ্রেস আগে ১০টা ৩৫ মিনিটে ছাড়ত।
এবার আরও ২০ মিনিট পর অর্থাৎ ১০টা ৫৫ মিনিটে ছাড়বে শতাব্দী এক্সপ্রেস। বর্ধমান স্টেশনে স্টপেজ দেওয়ার ফলে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে অতিরিক্ত ১০ মিনিট লাগবে।