
স্টাফ রিপোর্টার: অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান বাতিল নিয়ে সরগরম গোটা বাংলা। এবার অনুষ্ঠান বাতিল কাণ্ডে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার দুপুরে অরিজিতের শো বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন কুণাল ঘোষ। লিখলেন, “অরিজিৎ ‘গেরুয়া’ গেয়েছেন ১৫/১২/২২।
আর তাঁর অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা পাঁচ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮/১২/২২।” এরপরই কুণালের প্রশ্ন, এবার তাহলে গেরুয়া যুক্তি কী করে আসে? সলমনের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।সোশ্যাল মিডিয়া পোস্টেই কুণাল ঘোষ জানিয়েছেন, কলকাতায় অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান হবে।
তাঁর দাবি, ৯ ডিসেম্বর অরিজিতের টিম অ্যাকোয়াটিকা বুক করার জন্য টাকা জমা করেছে। বৃহস্পতিবার চলছে পরিদর্শন। তবে এনিয়ে আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি বলেই এখনও খবর। সব ঠিক থাকলে ভালভাবেই অনুষ্ঠান হবে। তিনি বলেন, ‘সেলিম, দিলীপরা শকুনের রাজনীতি করছেন।’