খবরবিনোদন

‘রাজনীতির চাকরি ছাড়ুন’, প্রজাপতি-ইস্যুতে দেবকে কটাক্ষ শিশুশিল্পী অরিত্রর

স্টাফ রিপোর্টার : একসময় দেবের সঙ্গে শিশু অভিনেতা হিসেবে কাজ করেছেন, এখন দেবের দিকেই কটাক্ষ ভরা বার্তা ছুঁড়ে দিলেন অরিত্র দত্ত বণিক। সেই দেবকেই কি না কটাক্ষ করে বসলে! আসলে ‘প্রজাপতি’র নন্দনে জায়য়া না পাওয়া নিয়ে একটা পোস্ট করেছিলেন দেব। তা নিয়েই আপাতত উত্তাল রাজ্যরাজনীতি।

আর সেই প্রসঙ্গেই তৃমণূলের সাংসদকে ঠুঁকলেন অরিত্র। দেব-মিঠুনকে লক্ষ্য করে সোজাসুজি লিখেছেন, ‘কুণাল ঘোষ বা মমতা বন্দোপাধ্যায় কেন কোন রাজনীতিবিদের বুকের পাটা হতো না সিনেমা বা অভিনেতাদের নিয়ে ফালতু কথা বলার, যদি না বাংলার সিনেমার অভিনেতা অভিনেত্রীরা নিজেদের ‘অল্টারনেট জব সিকুরিটি’ খুঁজতে বোকার মতো রাজনীতির পেশায় এসে নিজের ফ্যানদের কাছে শ্রদ্ধার জায়গাটা নষ্ট না করতেন।

আমরা শিল্পীরা নিজেদের দোষে এই অপমানের সুযোগ করে দিয়েছি তাই রাজনৈতিক দলগুলি নিজের ভোটের আবেগ বিক্রি করতে গিয়ে সিনেমার ইমোশনকে বিক্রি করছে।’ তিনি আরও জুড়ে দেন, ‘এখনো সময় আছে যদি নিজের ক্রাফটের ওপর আর অডিয়েন্সের ওপর কনফিডেন্স থাকে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিজেদের মেরুদণ্ড বুঝিয়ে দিয়ে রাজনীতির চাকরি ছেড়ে দিয়ে আবার সিনেমার স্ক্রিনে ফিরুন।

প্রত্যেক পেশার নিজস্ব মডেল আছে রাজনীতির মার্কেটের সাথে সিনেমা বা মিডিয়ার মার্কেট কোনোদিন মিলবে না যতবার জোর করে মেলাবেন ততবার এই দুর্দিন আসবে। সবাই তার স্পেশালাইজড পেশায় ফিরে যান।’

Related Articles

Back to top button
error: Content is protected !!