কলকাতাখবরবিনোদনরাজ্য

মুখ্যমন্ত্রীর সামনে ‘গেরুয়া’ গাওয়াতেই পদক্ষেপ? অনুমতি পেল না ইকোপার্কে অরিজিৎ সিংহের অনুষ্ঠান!

স্টাফ রিপোর্টার : ফেব্রুয়ারিতে ইকো পার্কে অরিজিৎ সিংহের কনসার্টের আয়োজন করা হয়েছে। তবেইকো পার্কে অনুমতি পেল না অরিজিৎ সিংহের কনসার্ট। জানা গিয়েছে,হিডকোর পক্ষ থেকে অরিজিৎ-এর ইকোপার্কে হতে চলা শো-র জন্য নেওয়া অগ্রিম ৫ লাখ টাকা ইতিমধ্যেই আয়োজক সংস্থাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে।হিডকোর তরফে বলা হয়েছে, বড়মাপের নানা বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য আগেও ইকোপার্কের অনেক ক্ষতি হয়েছে।

অরিজিত সিং-এর শো-তে এবারেও হবে দারুণ ভিড়। বাড়তি ঝুঁকি সামলাতে হবে প্রশাসন ও ইকো পার্ক করতৃপক্ষকে। তাই অবাঞ্চিত পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত। ইকো পার্কের বদলে অন্য কয়েকটি জায়গা নিয়ে চিন্তাভাবনা চলছে।তবে এই শো বাতিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে বিজেপি।বিজেপির প্রশ্ন, ‘মুখ্যমন্ত্রীর সামনে রং দে মোহে তু গেরুয়া গান গাওয়াতেই শো বাতিল?’

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অরিজিৎ। সেই অনুষ্ঠানে সব তারকাদের থেকে কিছুটা নিজেকে লুকিয়েই রেখেছিলেন তিনি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ এড়াতে পারেননি। অরিজিতকে অনুরোধ করা হয় কিছু বলার জন্য তখন রীতিমত হইচই পড়ে যায়।

দর্শকদের থেকে ভেসে আসতে থাকে চিৎকার।এরপর সকলের অনুরোধে দুটো গানের এক লাইন করে গেয়ে শোনান। ‘বোঝে না সে বোঝে না’ ছবি থেকেই টাইটেল ট্র্যাক গানের দুই কলি গেয়ে শোনান। তারপর মঞ্চে থাকা শাহরুখের জন্য ধরেন দিলওয়ালে’ ছবি থেকে রঙ দে তু মোহে গেরুয়া গানটি।

চলচ্চিত্র উৎসবে অরিজিৎ সিংহের সেই ‘গেরুয়া’ গানের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেছে বিজেপি।তবে বিরোধীদের এই দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূল। ফিরহাদ হাকিমের দাবি, কনসার্টের জন্য আবেদন জমা পড়েনি, তাই কোনও অনুমতিও দেওয়া হয়নি।

Related Articles

Back to top button
error: Content is protected !!