
স্টাফ রিপোর্টার : রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সমর্থনে বাংলায় গঙ্গাসাগর থেকে কার্সিয়াং পর্যন্ত যাত্রা সূচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যাত্রা শুরুর আগে বুধবার সকাল ১০টায় মিছিল করে গঙ্গাসাগর থেকে জল নেন কংগ্রেস কর্মীরা।
সেই সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের তরফে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত চেল্লাকুমার, সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ আরও অনেকে। এই যাত্রার নাম দেওয়া হয়েছে ‘সাগর থেকে পাহাড়’। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে সাগর ব্লকে দু’দিন থাকবে এই যাত্রা তারপর তা পাথরপ্রতিমায় পৌঁছবে।
এই ভাবেই পায়ে হেঁটে সুন্দরবন থেকে দার্জিলিঙে পৌঁছবে যাত্রা।২৩ জানুয়ারি পর্যন্ত রাজ্যের ১০টি জেলা পরিক্রমা করবেন কংগ্রেস কর্মীরা। বিজেপি বিরোধী সকলকেই এই যাত্রায় আমন্ত্রণ জানিয়েছেন প্রদেশ সভাপতি।