টেস্টে খারাপ র্যাঙ্কিং কোহলির, বড়সড় লাফ অশ্বিন-শ্রেয়সের

সংবাদ সংস্থা : বাংলাদেশের মাটিতে টেস্টে শাকিবদের হোয়াইটওয়াশ করেছে ভারত।তবে সেই টেস্টে নজর কাড়তে ব্যর্থ বিরাট কোহলি।আর তাই বছর শেষে হতাশাই জুটল কোহলির কপালে। বুধবার টেস্ট র্যাঙ্কিংয়ের নয়া তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানেই দেখা যাচ্ছে, ক্রমতালিকায় দু’ধাপ নেমে ১৪ নম্বরে পৌঁছে গিয়েছেন কোহলি।তাঁর জায়গা দখল করে নিলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস।
২০১৬ সালের নভেম্বরের পর এই প্রথম আইসিসির ক্রমতালিকার এত নিচে থেকে বছর শেষ করলেন তিনি।এ দিকে বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলায় আইসিসি তালিকায় অনেকটা লাফ দিলেন শ্রেয়স আয়ার।টেস্টে ব্যাটারদের তালিকায় ১০ ধাপ উঠেছেন তিনি। ৬৬৬ পয়েন্ট নিয়ে পৌঁছে গিয়েছেন ১৬তম স্থানে।নজর কেড়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। বাংলাদেশ টেস্টে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে তিন ধাপ উঠে ৮৪ নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতীয় স্পিনার।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও অলরাউন্ডার বিভাগেও উন্নতি করেছেন অশ্বিন। টেস্টে ব্যাটারদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাশ লাবুশেন। তাঁর পয়েন্ট ৯৩৬। দ্বিতীয় স্থানে ৮৭৫ পয়েন্ট নিয়ে রয়েছেন বাবর আজ়ম। তিন নম্বরে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তাঁর পয়েন্ট ৮৭০।