
বিশ্ব সমাচার, ক্যানিং: ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের আগে ও পরে এলাকায় যাতে শান্তির পরিবেশ বজায় থাকে, তার জন্য তৎপরতা দেখা গেলে ক্যানিং থানার পুলিশের। প্রতিদিনই বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের ধরার জন্য তল্লাশি অভিযান চলছে। তেমন ভাবে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় ক্যানিং থানার পুলিশ।
সেখানে উত্তর অঙ্গদবেড়িয়া এলাকা থেকে তপন মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একটি ওয়ান শটার বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃতকে বুধবার আদালতে তোলা হয়েছে। ধৃতকে হেফাজত নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন, ’কী কারণে নিজের কাছে বন্দুক রেখেছিল ওই যুবক, সে বিষয়ে জিঞ্জাসাবাদ শুরু করা হয়েছে। পাশাপাশি ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না এবং কোথা থেকে বন্দুক নিয়ে এসেছে সে বিষয়েও ধৃতকে জিঞ্জাসাবাদ করে জানার চেষ্টা চলছে।