
স্টাফ রিপোর্টার : শেষ হতে চলল বছর। কিন্তু রাজ্যে জাঁকিয়ে শীত সেই অর্থে পড়ছে না বললেই চলে৷হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এক দিকে উচ্চচাপ বলয়ের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমুদ্র থেকে আসা হাওয়ার দাপট বেড়েছে। অন্য দিকে, উত্তুরে ঠাণ্ডা হাওয়া বওয়াও কমেছে। সেই কারণেই ডিসেম্বরের শেষে পৌঁছেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার সম্মুখীন হতে হচ্ছে বঙ্গবাসীকে।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতি-শুক্রবার তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে। শনিবার পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। শনিবার থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হবে। তবে পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি মাত্র বাড়বে।বর্ষশেষ ও বর্ষবরণের দিন শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।
নতুন বছরের শুরুতে কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকবে বলেই হাওয়া অফিসের অনুমান।হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, তাপমাত্রা কমার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।তাই পারদ পতনের সম্ভাবনা।