
সংবাদ সংস্থা : এবার থেকে একশো দিনের কাজের কর্মীদের জন্য বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল হাজিরা। অর্থাৎ এবার থেকে মোবাইল অ্য়াপে হাজিরা দিতে হবে একশো দিনের প্রকল্পের কর্মীদের।একশো দিনের কাজে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অনেক আগেই।
গত মে মাসে পরীক্ষামূলকভাবে ডিজিটাল হাজিরা নেওয়া চালু হয়ে গিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। এবার গোটা দেশে এই প্রক্রিয়া কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।জানা গিয়েছে, এবার থেকে মনরেগা প্রকল্পে শ্রমিক-সহ অন্যান্য কর্মীদের হাজিরা নেওয়া হবে ডিজিটাল পদ্ধতিতে।
কে কোন কাজে যুক্ত, ছুটির সময় কখন, কাজের জায়গার লোকেশন-সহ সংশ্লিষ্ট কর্মীর ছবি যুক্ত করা হবে এই মোবাইল অ্যাপে। এই যুক্ত করার দায়িত্ব দেওয়া হবে একশো দিনের কাজে যুক্ত সুপারভাইজারদের।নতুন বছরের গোড়া থেকেই এই নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র।
মনরেগা প্রকল্প নিয়ে বিভিন্ন রাজ্য থেকেই দফায়-দফায় দুর্নীতির অভিযোগ এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে। এরাজ্যেও এই প্রকল্পে দুর্নীতি-সহ টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। সমস্ত অভিযোগের প্রেক্ষিতে রাজ্য পদক্ষেপ করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।