
স্টাফ রিপোর্টার : আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ স্বীকার করে পদ থেকে ইস্তফা শাসকদলের পঞ্চায়েত সদস্যের।আবাস যোজনার তালিকা প্রকাশ হতেই দুর্নীতির অভিযোগে বার বার ক্ষোভ-বিক্ষোভ দেখা যাচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। দুর্নীতি এবং স্বজন-পোষণের অভিযোগ তুলছেন এলাকাবাসী এবং বিরোধীরা।
কাঠগড়ায় শাসকদল। সেই আবহেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে পদত্যাগ করলেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বড়োই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য টিঙ্কর মহালদার। ইস্তফা দিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘‘তৃণমূলের চার দিকে শুধু দুর্নীতি আর কাটমানি।
দুর্নীতি হয়েছে তাই মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এলাকায় গেলে মানুষ গালিগালাজ, ধাক্কাধাক্কি করছে। কিন্তু আবাস যোজনার তালিকায় আমার কোনও ভূমিকা নেই। তাই আমি পদত্যাগ করলাম। তবে দলে থাকব।’’